বলা হয়ে থাকে যে সাধারণত অ্যান্টিবায়োটিক শরীরের জন্য ক্ষতিকর। বিভিন্ন গবেষণাতেও এর প্রমাণ পাওয়া গেছে। এবার কিছু কিছু অ্যান্টিবায়োটিক সেবনে ডায়াবেটিস বিশেষ করে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। তাই অ্যান্টিবায়েটিক সেবনে সতর্ক করে দিয়ে তা কম মাত্রায় সেবনের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট গবেষকরা।
মূলত অতিরিক্ত ওজন, স্থূলতা, নিষ্ক্রিয় বা কর্মহীন অলস জীবনযাপন করা, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ইত্যাদি কারণে টাইপ ২ ডায়াবেটিস হয়ে থাকে। গবেষণায় যুক্তরাজ্যে ডায়াবেটিস আক্রান্ত ২ লাখের বেশি মানুষের অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন পর্যবেক্ষণ করা হয়। এদের কেউই এক বছর আগেও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন না। সেইসঙ্গে একই বয়স ও সমলিঙ্গের ডায়বেটিসে আক্রান্ত নন- এমন ৮ লাখ মানুষের সঙ্গে এদের তুলনা করা হয়।
গবেষণায় দেখা যায়, যেসব রোগী প্রেসক্রিপশন অনুযায়ী কমপক্ষে ২ কোর্সে পেনিসিলিন, সেফালোসপোরিনস, কুইনোলোনস ও ম্যাক্রোলিডস সেবন করেছেন তাদের টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
প্রধান গবেষক ডাক্তার বেন বৌরসি বলেন, এসব অ্যান্টিবায়োটিক বার বার ব্যবহারের ফলে টাইপ ২ ডায়বেটিসের ঝুঁকি বাড়ে। তাই প্রেসক্রিপশনে এ ওষুধ কম রাখা ভালো। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি ও চিকিৎসা অনকোলজি বিভাগের গবেষকরা গবেষণাটিতে সংশ্লিষ্ট ছিলেন। খবর ডেইলি মেইল
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ ২০১৫/শরীফ