অস্ত্রোপচারে মাইগ্রেনের নিরাময় সম্ভব। এমনই জানিয়েছেন ভারতের দিল্লির এইমসের একদল চিকিৎসক।
দিল্লির এইমস ওবং শ্রীনগরের সেনা হাসপাতালের একদল চিকিৎসক একযোগে গবেষণা চালিয়ে জানিয়েছেন, এতদিন যারা মনে করতেন পাকাপাকি ভাবে মাইগ্রেন নিরাময় সম্ভব নয়। ওষুধ খেয়ে সাময়িক কমানো যায় ব্যাথা। সেই চিন্তা ধারনাকে একেবারে উড়িয়ে দিয়েছেন তারা।
গবেষক চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচার করে অনায়াসেই সারানো যায় মাইগ্রেন। এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে। বিশ্বের প্রায় ২০ শতাংশ মানুষ এই নিউরোভাস্কুলার রোগে আক্রান্ত। ৩০ জন রোগীর উপর গবেষণা চালিয়েছিলেন তারা। তাঁদের মধ্যে ১৪ জনের অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর থেকে তাঁরা সম্পূর্ণ সুস্থ।
মাইগ্রেন শব্দটাই তাদের জীবন থেকে বাদ গেছে। অস্ত্রোপচারের এক বছর পরেই কোনও সমস্যা ধরা পড়েনি। শ্রীনগর সেনা হাসপাতালের চিকিৎসক অ্যানসন জো জানিয়েছেন, বিদেশে মাইগ্রেনের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করা হলেও ভারতে কখনও এই পদ্ধতী গ্রহণ করা হয়নি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর