ঢাকার গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল এবং কোলকাতার বিখ্যাত অংকুর ফার্টিলিটি ক্লিনিক ও রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে নিঃসন্তান দম্পতি ও বন্ধ্যাত্ব রোগীদের ফ্রি পরামর্শ প্রদান করা হয়। গত ৩, ৪ ও ৫ মার্চ তিন দিনব্যাপী এই বন্ধ্যাত্ব বিষয়ক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয় মিরপুরে গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে। যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা বিনামূল্যে বন্ধ্যাত্বের আন্তর্জাতিক মানের সেবা গ্রহণের সুযোগ পায়।
গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালের স্বত্বাধিকারী মিসেস আরজুমান আরা বেগম বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে আমরা বিগত দিনগুলোতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সেবা দিয়ে আসছি যার ধারাবাহিকতাও ভবিষ্যতে অক্ষুণ্ণ থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল