ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন কর্পোরেশন (আইএলএসি) কর্তৃক মেডিকেল পরীক্ষার জন্য গ্লোবাল অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট পেয়েছে হেলথকেয়ার ব্র্যান্ড প্রাভা হেলথ। দেশে সর্বমোট পাঁচটি ল্যাব এমন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যাদের মধ্যে প্রাভা হেলথ একটি। আইএলএসি’র অধীনস্থ বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের (বিএবি) মাধ্যমে এই স্বীকৃতি প্রদান করা হয়।
সার্টিফিকেশনের অংশ হিসেবে মেডিকেল টেস্টিং ল্যাবরেটরির জন্য প্রাভা হেলথকে আইএসও ১৫১৮৯-২০১২ মঞ্জুর করা হয়। ফলে প্রাভা হেলথ’র ল্যাব রিপোর্ট বিশ্বের ১০২টি আইএলএসি-স্বীকৃত দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রে গ্রহণযোগ্য হবে। এই স্বীকৃতি পেতে বিশ্বমানের ল্যাবরেটরি কোয়ালিটি, রিপোর্ট এবং ম্যানেজমেন্ট সিস্টেম নিশ্চিত করেছে ব্র্যান্ডটি।
বিডি প্রতিদিন/এমআই