রোজায় ডায়াবেটিস রোগীদের সঠিক চিকিৎসা ব্যবস্থাপনাবিষয়ক ‘ক্লিনিক্যাল গাইডলাইন’ প্রকাশ করা হয়েছে। গাইডলাইনটি প্রকাশ করেছে অনলাইনভিত্তিক চিকিৎসকদের প্ল্যাটফর্ম বিডি ফিজিশিয়ান। এতে সার্বিকভাবে সহযোগিতা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
গাইডলাইন তৈরিতে মূল ভূমিকা রাখেন অধ্যাপক ডা. শাহজাদা সেলিম, অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন ও অধ্যাপক ডা. এ বি এম কামরুল হাসান। প্রখ্যাত এই তিন চিকিৎসক তাঁদের দৈনন্দিন অভিজ্ঞতা এই গাইডলাইনে তুলে ধরেছেন।
সারা দেশে যেসব চিকিৎসক ডায়াবেটিস রোগীদের চিকিৎসা দেন, তাদের কাছে শিগগিগরই এটি পৌঁছে দেওয়া হবে। গাইডলাইনটি বিতরণের দায়িত্বও নিয়েছে এসকেএফ। পুরো কার্যক্রমের ব্র্যান্ড পার্টনার ছিল গ্যাস্ট্রিক চিকিৎসায় অন্যতম জনপ্রিয় ওষুধ ইসোরাল মাপস।
গাইডলাইনের ওপর আজ মঙ্গলবার একটি সায়েন্টিফিক ওয়েবিনার হয়েছে। সেখানে অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি) ডা. শাহজাদা সেলিম, ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি) ডা. এম সাইফুদ্দিন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি) ডা. এ বি এম কামরুল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ, এসকেএফের মহাব্যবস্থাপক (মার্কেটিং) ডা. মিজানুর রহমান ও মহাব্যবস্থাপক (সেলস) গোলাম হায়দার।
বিডি প্রতিদিন/হিমেল