১৯৬৩ সালের নভেম্বরে খুন হন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি। বৃহস্পতিবার তাকে হত্যার বিষয়ে ১২ হাজারের বেশি নথি প্রকাশ করেছে জাতীয় আর্কাইভ কর্তৃপক্ষ। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে কিছু নথিপত্র প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সংশ্লিষ্ট সংস্থার অনুরোধে কিছু নথি প্রকাশ করা হবে না। সামরিক প্রতিরক্ষা, গোয়েন্দা কার্যক্রম, আইন প্রয়োগকারী সংস্থা, বা বৈদেশিক সম্পর্কের যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে জন্যই এ সিদ্ধান্ত বলে দাবি করেছেন তিনি।
কেনেডি হত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকারের আর্কাইভে ৫ মিলিয়ন নথি রয়েছে। ধাপে ধাপে সেগুলো প্রকাশ করা হয়েছে। এ নিয়ে মোট নথির প্রায় ৯৭ ভাগ নথি প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নতুন প্রকাশিত নথিগুলোতে কেনেডির খুনি লি হার্ভে অসওয়ার্ল্ড, তার ভ্রমণের তথ্য ও কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল সেসব তথ্য রয়েছে।
সূত্র : এএফপি
বিডি প্রতিদিন/ফারজানা