ইসরায়েলের কারাগারে ক্যান্সার আক্রান্ত একজন ফিলিস্তিনি কারাবন্দী মৃত্যুবরণ করেছেন। ৫০ বছর বয়সী নাসের আবু হামিদের মুক্তির জন্য দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিরা দাবি জানিয়ে আসছিল।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের কারাগারে নাসের আবু হামিদ এক বছরের বেশি আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার সকালে তেল আবিবের কাছে ইসরায়েলের আসাফ হারোফেহ কারগারে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে সোমবার দুপুরে অবস্থার মারাত্মক অবনতি হলে রামাল্লার কারাগারের ক্লিনিক থেকে তাকে ওই হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আবু হামিদের মৃত্যুর শোকে রামাল্লাহর ফিলিস্তিনি কর্মকর্তা সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে। মঙ্গলবার সকালে তারা দোকানপাট, স্কুল এবং ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে ঘটনার জন্য ‘চিকিৎসার অবহেলা নীতি’কে দায়ী করেছেন। বিবৃতিতে আবু হামিদকে শহীদ বলেও উল্লেখ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল