রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল বুধবার একটি সভায় উপস্থিত থাকবেন। এই সভায় সেনাবাহিনীর পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা দিবেন। সভায় আগামী বছরের (২০২৩Ñ কার্যবিধি নিয়েও আলোচনা করা হবে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, ন্যাশনাল সেন্টার ফর ডিফেন্স কন্ট্রোলের সভায় রুশ সেনাবাহিনীর ২০২২ সালের কর্মকাণ্ডের ফলাফলের সারসংক্ষেপ (সামারি) তুলে ধরা হবে।
খবরে বলা হয়েছে, সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নিয়ে রিপোর্ট পেশ করবেন তিনি। সভায় রুশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল