ইউক্রেনের বিভিন্ন এলাকায় আবারও নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। বিভিন্ন স্থাপনা করে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।
হামলা থেকে নিরাপদে থাকতে বাসিন্দাদের জন্য সতর্কতা (এয়ার রেইড এলার্ট) জারি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক দাবি করেছেন, বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সমুদ্র ও আকাশ থেকে অন্তত ১২০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।
এই হামলায় আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী কিয়েভের একটি বিস্ফোরণে আহত হন তারা।
খারকিভ, ওডেসাসহ অন্য এলাকাগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে নানা স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল