গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে মিসর, জর্ডান এবং ফ্রান্স। মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহর আমন্ত্রণে কায়রোতে এক বৈঠকে উপস্থিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। ওই বৈঠক থেকেই ইসরায়েলি বর্বরতা বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, তিন দেশের শীর্ষ বৈঠকের নেতৃত্ব দেন মিসরের প্রেসিডেন্ট। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বৈঠকে সব দেশের নেতারা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। ফিলিস্তিনিদের রক্ষা করতে এবং অবিলম্বে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে জোর দেন তারা। জর্ডানের রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন নেতাই আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করে এর সব ধাপ বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে। যেন গাজাবাসীর মানবিক সংকট দূর হয়। বাদশাহ আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, ইসরায়েলের ক্রমাগত হামলা সংকট অবসানের সব কূটনৈতিক এবং মানবিক প্রচেষ্টাকে দুর্বল এবং বাধাগ্রস্ত করেছে। যার ফলে গাজাবাসী আঞ্চলিক বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। এতে সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা রয়েছে। আঞ্চলিক শান্তি স্থাপনে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিয়েছেন জর্ডানের বাদশাহ।
এদিকে গাজায় ইসরায়েলের হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বর এ হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। গতকাল সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং সোমবার ভোর থেকে নিরলস হামলায় কমপক্ষে আরও ৬০ জন নিহত হয়েছেন। -আল-জাজিরা ও আনাদোলু