যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তির গুলিতে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন। বিশ্ববিদ্যালয়ের পুলিশপ্রধান জেসন ট্রামবাওয়ার জানিয়েছেন, নিহতরা ছাত্র না হলেও বন্দুকধারী এফএসইউর ছাত্র। তিনি আরও জানান, হামলাকারীসহ পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবারই গুলির আঘাত রয়েছে। ২০২৪-এর জরিপ অনুযায়ী এফএসইউতে প্রায় ৪৪ হাজার শিক্ষার্থী পড়তে আসেন। এ ঘটনার পরে কর্তৃপক্ষ এ দিনের ক্লাস ও অন্যান্য অনুষ্ঠান মুলতবি করে দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সি হামলাকারী স্থানীয় এক কাউন্টি শেরিফের ছেলে। এ শেরিফ ১৮ বছর ধরে কর্মরত। তারই বন্দুক নিয়ে গুলি চালানো হয়েছে। শেরিফ ওয়াল্ট ম্যাকনিল সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যবশত তার একটি বন্দুক তার ছেলের নাগালের মধ্যেই ছিল। এ বন্দুকটি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি।-ডয়েচে ভেলে
দুপুরে বিশ্ববিদ্যালয় অ্যাকটিভ শুটার অ্যালার্ট জারি করার পর থেকেই অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি সেবা প্রস্তুত ছিল। ওয়ায়েন নামে এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিকদের জানান, প্রথম গুলির আওয়াজ শোনার পরই সবাই পালাতে শুরু করেন। এক মিনিট পর আরও আট থেকে ১০টি গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়।