সৌদি আরবের মিনাকে বলা হয় সাদা শহর। কেউ কেউ ডাকেন তাবুর শহর হিসেবে। এটিকে পাঁচ দিন অবস্থানের শহরও বলা হয়। আজ ২০ লাখ মুসলমান মক্কা শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ২০ লাখ মুসলমানের মধ্যে ১৮ লাখই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরব এসেছেন।
সৌদি সংবাদমাধ্যমে বলা হয়েছে, এবার হজের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের আয়োজন সম্পন্ন করেছেন। ধর্মপ্রাণ মুসলমানরা যাতে সহজে, শান্তিতে এবং কোনো ঝামেলা ছাড়াই যাতে হজ পালন করতে পারে তার সব ব্যবস্থা নেয়া হয়েছে।
মক্কার সর্বোচ্চ উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, এ বছর আল্লাহর মেহমানদের জন্য পবিত্র স্থান মিনা, আরাফাত এবং মুজদালিফাহতে ২২ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। তার সবই সফলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। সূত্র : সৌদি গেজেট
বিডি প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৭/ফারজানা