ফরিদপুরের ভাঙ্গায় পুখুরিয়া রেলস্টেশনে রেল না থামানোয় গতকাল দ্বিতীয় দিনের মতো ট্রেন আটকে দিল এলাকাবাসী। এতে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর মধুমতী এক্সপ্রেস পুখুরিয়া রেলস্টেশনে আধা ঘণ্টার বেশি সময় আটকে থাকে। এর আগে গত রবিবার শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে একই রেল স্টেশনে একই দাবিতে বিক্ষোভ ও রেল অবরোধ করার ঘটনা ঘটেছে। এর পর সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি শুক্রবার রেল কর্তৃপক্ষ এক ঘোষণায় সারা দেশের দুটি স্টেশনে রবিবার (১৯ জানুয়ারি) থেকে আন্তনগর ট্রেন না থামার ঘোষণা দেয়। এর মধ্যে ভাঙ্গার পুখুরিয়া রেল স্টেশন রয়েছে। সেই হিসেবে মধুমতী এক্সপ্রেস ১৯ জানুয়ারি রবিবার থেকে ভাঙ্গার পুখুরিয়া রেল স্টেশনে থামছে না। এ ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা প্রথম দিনেই দাবি আদায়ের জন্য আন্দোলনের ঘোষণা দেন। এলাকাবাসীর সঙ্গে একাত্ম ঘোষণা করেন পুখুরিয়া রেল স্টেশনের পার্শ্ববর্তী ব্রাহ্মণকান্দা আবদুস শরীফ একাডেমির শিক্ষার্র্থীরা। তারা গত রবিবার পুখুরিয়া স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস আটকে দেয়। ট্রেনে থাকা কর্মকর্তারা পুনরায় মধুমতী এক্সপ্রেস পুখুরিয়া স্টেশনে থামার আশ্বাস দিলে অবরোধকারীরা ওই দিন অবরোধ প্রত্যাহার করেন। গত দুই দিনেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় গতকাল দ্বিতীয় দিনের মতো এলাকাবাসী ট্রেন আটকে দেন। তালমা ও পুখুরিয়া রেলস্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, গত শুক্রবার রেলপথ বিভাগ সারা দেশের দুটি স্টেশনে আন্তনগর ট্রেন না থামানোর সিদ্ধান্ত নেয়। এ অঞ্চলের মধ্যে পুখুরিয়া রেলস্টেশন একটি। গত ১৯ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। গত রবিবার ও সর্বশেষ বুধবার রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস পুখুরিয়া স্টেশন এলাকায় এলে শত শত লোক অবরোধ করে। ট্রেনটি গতকাল দুপুর ১২টা ২৫ থেকে দুপুর ১টা পর্যন্ত আটকে রাখে এলাকাবাসী। পরে ভাঙ্গা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
শিরোনাম
- আমেরিকায় নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ৩
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
যাত্রাবিরতি না দেওয়ায় ট্রেন আটকে দিল এলাকাবাসী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর