বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির ব্যবহার ২৫ ডিগ্রি রাখার অনুরোধ জানিয়েছেন। গতকাল ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে কার্য অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। যদি দেখা যায় অনুরোধ উপেক্ষিত হয়েছে, তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব, এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। লোডশেডিং হতে পারে। ঢাকা এবং ঢাকার বাইরে সমানভাবে লোডশেডিং দেওয়া হবে।’ উপদেষ্টা বলেন, রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার সবরকম আয়োজন নিয়েছি। শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট। গ্রীষ্মে সে চাহিদা বেড়ে দাঁড়ায় ১৭-১৮ হাজার মেগাওয়াটে। এই যে চাহিদাটা বেড়ে যাওয়া তার অন্যতম দুটি কারণ হচ্ছে সেচ ও এসির ব্যবহার বা কুলিং লোড। সেচ যেহেতু খাদ্যোৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট, তাই এ বিষয়টাতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। কুলিং লোড কমাতে আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি। প্রতিটি মসজিদে তারাবির সময় এসি ২৫ ডিগ্রিতে ব্যবহারের নির্দেশনা দেওয়ার জন্য ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করেছি। সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিসেও এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হবে। বিষয়টি পর্যবেক্ষণ করতে বিদ্যুৎ বিভাগের একটি টিম কাজ করবে। কোথাও এর ব্যত্যয় ঘটলে সেখানে লোডশেডিং করা হবে, এমনকি ক্ষেত্রবিশেষ বিদ্যুৎ বিচ্ছেদও করা হতে পারে। সেখানে শহর বা গ্রাম বিবেচনা করা হবে না। ঘোষণা দিয়েই লোডশেডিং করা হবে। এদিকে, গ্যাসসংকটের বিষয়ে উপদেষ্টা বলেন, গ্যাসের উৎপাদন বাড়াতে কূপ খনন করা হচ্ছে। যেখান থেকে অল্প অল্প করে উৎপাদন বাড়ছে। এ ছাড়া গ্যাসের অবৈধ যেসব সংযোগ রয়েছে, সেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। আর মিটারে সিএনজি চলাচলে চিঠি প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আপাতত মিটারে সিএনজি চলাচলের বিষয়টি স্থগিত করেছি। আমরা বিষয়গুলো পরীক্ষা, পর্যালোচনা করে নিয়মনীতি করব, যাতে সেটি সবার কাছে সমান ও গ্রহণযোগ্য হয়।’
শিরোনাম
- আমেরিকায় নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ৩
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
রোজায় এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর