সাবেক ব্যাংকার ড. ইকবাল কবীর মোহন বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক বৃদ্ধির ফলে খেলাপি ঋণ বেড়ে যাবে। তৈরি পোশাক রপ্তানিকারকরা ব্যাংক থেকে মূলধন নিয়ে ব্যবসা করেন, ব্যবসা কমে গেলে তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হবেন। এতে বেড়ে যাবে ঋণখেলাপির হার, যা ব্যাংক খাতকে আরও দুর্বল করে তুলবে। ইকবাল কবীর মোহন বলেন, এমনিতেই বাংলাদেশের ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে রয়েছে। পোশাক রপ্তানিতে সংকট তৈরি হলে ব্যাংকিং খাত আরও তীব্র সংকটে পড়বে, যা সামাল দেওয়া কঠিন হবে। আমাদের মনে রাখতে হবে, পোশাক খাত ক্ষতিগ্রস্ত হলে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা যেমন সুতা তৈরির কারখানা (স্পিনিং) ও এক্সেসরিজ কারখানা ইত্যাদি সংকটে পড়বে। এই পরিস্থিতি তৈরি হলে ব্যাংকসহ জাতীয় অর্থনীতির ভিতও নড়ে উঠবে এবং এতে দেশের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়বে। তিনি আরও বলেন, এই শুল্কনীতির ফলে বিভিন্ন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বাড়তি শুল্ক ঘোষণার ফলে মার্কিন মুলুকেও পণ্যের দাম বৃদ্ধি পাবে। ফলে মূল্যস্ফীতি দেখা দেবে। এর প্রতিক্রিয়ায় তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। তাই দেশের আমদানিও কমে যাবে। ফলে রপ্তানিকারক দেশগুলোর সমস্যা বাড়বে। বাংলাদেশও এর বাইরে থাকবে না। আমাদের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫ শতাংশ। এই বৃদ্ধির কারণে দ্বিতীয় স্থানে থাকা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে আমাদের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পোশাক খাতে প্রথম ধাক্কায় যেসব রপ্তানি আদেশ পোশাক মালিকদের হাতে আছে তারা বেশি ক্ষতির মধ্যে পড়বেন। দীর্ঘমেয়াদে রপ্তানি আদেশ কমে গেলে আমাদের চলমান ২৫০০ থেকে ২৬০০ পোশাক কারখানায় উৎপাদন কমে যাবে। এতে শ্রমিক ছাঁটাইয়ের মতো সংকট তৈরি হতে পারে, ফলে বাড়বে বেকারত্ব। আর এতে বাড়বে সামাজিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা।
শিরোনাম
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
- অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম
খেলাপি ঋণ বৃদ্ধি পাবে
ড. ইকবাল কবীর মোহন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর