সিএনজিচালিত অটোরিকশা চুরি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। প্রায় তিন ঘণ্টা স্থায়ী সংঘর্ষকালে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়ে। এ সময়ে অন্তত ২৫টি বাড়িঘরে ভাঙচুর লুটপাট ও আগুন দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। অভিযোগ ওঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরিতে জড়িত। এ নিয়ে সোমবার রাতে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনে।
এদিকে, গতকাল সকাল থেকে দুই পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সরাইল থানার উপপরিদর্শক এসআই কবির হোসেন জানান, এই ঘটনায় চারজনকে আটক করেছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী।