ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশের ১৪৫টিতে একমত, ২৬টিতে দ্বিমত, ৪১টি নতুন, পিআর পদ্ধতিসহ চারটি মৌলিক প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে রাষ্ট্রের নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ করার প্রস্তাব দিয়েছে তারা। সেই সঙ্গে শরিয়াহ আইন প্রণয়ন, পিআর পদ্ধতির নির্বাচনের প্রস্তাব দিয়েছে।
গতকাল সংসদ সচিবালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে দলটির মতামত জমা দেন মহাসচিব মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের কাছে লিখিত প্রস্তাবগুলো হস্তান্তর করা হয়।
বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, ‘বাংলাদেশের নাম আমরা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ। একটা জনকল্যাণ রাষ্ট্র। কারণ হলো কোনো অন্যায়কারী জনকল্যাণ নামটা দেখার সঙ্গে সঙ্গে অকল্যাণমূলক চিন্তা যেন মানুষের মুখে না আসে। এজন্য আমরা এ নামটা আমরা প্রস্তাব করেছি।’ তিনি বলেন, ‘রাষ্ট্রের সব ক্ষেত্রে সুশাসন, দুর্নীতি, ন্যায়বিচার, উন্নয়ন, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় চারটি মৌলিক প্রস্তাব দেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে।’ তিনি জানান, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুপারিশগুলের মধ্যে ১৪৫টি প্রস্তাবে একমত ও ২৬টিতে দ্বিমত পোষণ করা হয়েছে। ৪১টি নতুন প্রস্তাব ও মৌলিক চারটি প্রস্তাব দেওয়া হয়েছে।
মে’র প্রথমার্ধে সংলাপ শেষ করার পরিকল্পনা : প্রতিনিধিদলে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম ও সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।