ফের পেছাল সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। আগামী ২১ মে পরবর্তী দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল এ নিয়ে মোট ১১৭ বার পেছানো হলো। প্রশ্ন উঠছে, বহুল আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে?
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা, আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম।
জানা গেছে, চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার প্রথমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাই কোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র?্যাবের কাছে হস্তান্তর করা হয়। গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। মামলার তদন্ত চেয়ে আনা রিটের আদেশ মডিফিকেশন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে উচ্চ আদালত এ আদেশ দেয়। বিষয়টি নিয়ে শুনানিতে হাই কোর্ট বলেন, ‘আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেওয়া এবারের ছয় মাস মানে ছয় মাস।’
গতকাল চাঞ্চল্যকর এই মামলার আইনজীবী শিশির মনির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত ৬ এপ্রিল হাই কোর্টে রিপোর্ট দায়ের করার কথা ছিল। আগামী ২০ এপ্রিল কোর্ট খুলবে। এখনো রিপোর্ট দায়ের হয়নি।