সংঘবদ্ধ ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলাকারী নারীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন বরিশালের একটি আদালত। গতকাল বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরেক নারী এ মামলাটি করেন। ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম নালিশি অভিযোগ গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে বেঞ্চসহকারী আজিবর রহমান জানিয়েছেন।
গ্রেপ্তারি পরোয়ানার আসামি, মিথ্যা ধর্ষণ মামলার বাদী সাবিনা বেগম। তিনি বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মো. বাবুল মিয়ার মেয়ে। মামলার বাদী বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামের আবদুল গনির স্ত্রী নুর বানু। মামলার বরাতে বেঞ্চসহকারী জানান, নুর বানুর ছেলে কামাল হোসেন গাজীপুর থাকার সময় সাবিনা বেগমকে অন্য পুরুষের সঙ্গে অনৈতিক অবস্থায় দেখতে পান। তাই তাকে হয়রানি করতে সাবিনা বেগম বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় বাদীসহ চারজনকে আসামি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। বন্দর থানার এসআই মুস্তাফিজুর রহমান ২০২৩ সালের ২৯ এপ্রিল মামলায় আনা অভিযোগ মিথ্যা হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেন। আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করার পর ওই মামলা করেন বাদী।