শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, রেলের জায়গায় বা সরকারি জমিতে হকারদের নামে এতো সুপার মার্কেট গড়ে উঠছে, সেখানে হকার কোথায়? হকারদের যদি রাস্তায় অস্থায়ী দোকান নিয়ে বসতে হয়, পুনর্বাসনের জন্য আন্দোলন করতে হয়, তাহলে সেসব হকার্স মার্কেটে ব্যবসা করছে কারা?
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয় হকার্স লীগ আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো রাস্তা বা ফুটপাত থেকে হকারদের অস্থায়ী দোকান উৎখাত করতে বলেননি। প্রধানমন্ত্রী হকারদের পুনর্বাসন করতে ওদের জন্য হলিডে মার্কেট চালু করেছেন। এসময় তিনি সব হকারদের পরিচয় পত্র দেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় হকার্স লীগের সভাপতি মো. নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী আফজাল হোসেন। এসময় ৫ দফা দাবি তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন।
৫ দফা দাবিতে জুরাইনের রেলের জমি দখল করে অবৈধভাবে দাকান বরাদ্দ ও চাঁদাবাজির সাথে জড়িত জাতীয় পার্টির এমপির লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এছাড়া হকারদের তালিকা করে সেখানে হকারদের পুনর্বাসনের দাবি জানানো হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন