সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর অগ্রগতি ৮৪ শতাংশ, আর্থিক অগ্রগতি ৭৫.৮৪ শতাংশ ও প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ। আগামী ২০২১ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হবে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের দোগাছিতে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এর ভিজিটরস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর ৪২পিয়ারের মধ্যে ৩২টি সম্পূর্ণ হয়েছে, বাকি ১০টির কাজ চলমান রয়েছে। ৪১টি ট্রাসের মধ্যে চীন থেকে মাওয়ায় ৩১টি এসে পৌঁছেছে। ২৮৯১টি রেলওয়ে স্ল্যাব তৈরি হয়েছে, ৩৬১টি স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্ট এর পাইলিং, পিয়ার ও পিয়ার ক্যাপে কাজ শেষ হয়েছে। বর্তমানে গ্রার্ডার এবং রেলওয়ে স্ল্যাব স্থাপনের কাজ চলছে।
রেলওয়ে ভায়াডাক্টের জন্য ৮৪টি আই গার্ডারের মধ্যে ৮৪টিই সম্পূর্ণ হয়েছে, যার মধ্যে ৪২টি জাজিরা প্রান্তে স্থাপন করা হয়েছে। মূল সেতুর চুক্তি মূল্য ১২,১৩৩.৩৯ কোটি টাকার মধ্যে ৯,২০১.৯৩ টাকা ব্যয় হয়েছে।
নদী শাসনের বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের জানান, নদী শাসনের বাস্তব অগ্রগতি ৬৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৫০.৪০ শতাংশ। ১৪ কিলোমিটার নদী শাসনের মধ্যে ৬.৬০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। নদী শাসন কাজের চুক্তি মূল্যের ৮৭০৭.৮১ কোটি টাকার মধ্যে ৪,৩৮৮.৪৬ কোটি টাকা ব্যয় হয়েছে।
এদিন, সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আমিতো মরেই গিয়েছিলাম, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরেছি। পদ্মা সেতু তৈরি দেখে যেতে পারবো।
এ সময় অন্যান্যের মধ্যে সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খন্দকার আনোয়ার ইসলাম, পদ্মা বহুমুখী সেতুর পরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম(বার) উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব