মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, দেশে মানসম্মত চিংড়ি উৎপাদন ও রপ্তানি দুটোই বাড়াতে হবে। এই সেক্টরে সরকার বিভিন্ন প্রনোদনা দিয়ে যাচ্ছে। মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপে দেশে ইলিশের উৎপাদনে বিপ্লব ঘটেছে।
শুক্রবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে কর্মকর্তা-কর্মচরীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মৎস্য প্রতিমন্ত্রী বলেন, দেশে চিংড়ি উৎপাদনে আধুনিক পদ্ধতির ওপর জোর দেয়া হচ্ছে। আমাদের একটাই লক্ষ্য সকল মাছের উৎপাদন আরো বৃদ্ধি করা। মৎস্য সেক্টরের সাথে জড়িত সকল সংশ্লিষ্টদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। এখন দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় স্থানে রয়েছে মৎস্য সম্পদ।
বাগেরহাট চিংড়ী গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.খান কামাল উদ্দিন আহমেদের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ প্রমুখ।
মন্ত্রী এর আগে বাগেরহাট সদর উপজেলার একটি চিংড়ি খামার পরিদর্শন করেন ও গবেষণা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
বিডি প্রতিদিন/হিমেল