বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মৃতপ্রায় প্রতিষ্ঠানে পরিণত হওয়া বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) দেশরত্ন শেখ হাসিনা আবার মূল লক্ষ্যে নিয়ে এসেছেন বলে মন্তব্য জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রবিবার সকালে পতেঙ্গার চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, চীন থেকে ৬টি নতুন জাহাজ সংগ্রহ করা হয়েছে, আরও ১০টি নতুন জাহাজ সংগ্রহে ডেনমার্ক ও চীনের সঙ্গে কথাবার্তা চলছে। প্রতিষ্ঠানটি এখন লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। তাই আগামী দিনে শুধু বাংলাদেশে নয় বিএসসি মেরিটাইম বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন দেশের পতাকাবাহী বিএসসি গড়ে তুলেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশে চট্টগ্রাম বন্দরও নিরাপদ ছিল না। বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়ার বিশেষজ্ঞরা চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণের সময় বিস্ফোরণে মারাও গিয়েছে।
বেটার্মিনাল প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের পাশাপাশি পায়রা বন্দর প্রতিষ্ঠা হয়েছে। ১৩৬০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর হচ্ছে। জ্বালানি তেল, কয়লার পাশাপাশি এলএনজিও বিএসসির জাহাজে পরিবহনের পরিকল্পনা রয়েছে।
বিএসসি ২০১৮-১৯ অর্থবছরে ২২২ কোটি ৯৮ লাখ টাকা আয় করেছে। ১৭৫ কোটি টাকা ব্যয় হয়। ৫৫ কোটি ২৩ লাখ টাকা উদ্বৃত্ত আছে। বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান করতে সরকার কাজ করছে। পৃথিবীর বড় শিপিং লাইনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। এর জন্য দরকার দক্ষ জনবল।
বিএসসির সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির।
বিডি প্রতিদিন/এ মজুমদার