আন্তঃজেলার সব সড়ক চার লেনে উন্নীত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সরকার এখন সড়ক নিয়ে কাজ করছে বেশি বেশি। আমি গ্রামের ছেলে, কাদা-মাটি পথে হেঁটে স্কুলে গিয়েছি, সড়কের মর্ম আমি বুঝি। সড়ক ছাড়া মানুষের পরিবর্তন হবে না।
আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
দেশে প্রচুর সড়ক হয়েছে, এগুলো এখন রক্ষণাবেক্ষণ জরুরি জানিয়ে মন্ত্রী আরও বলেন, সরকার সড়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সারাদেশে সড়ক বিস্তারের ফল পাচ্ছি। পুরনো বেইল সড়ক আধুনিকায়ন হবে। সব বেইলি সেতুগুলো ভেঙে ফেলা হবে। সড়কের গতি বাড়াতে বাঁক সোজা করে চারলেনে উন্নীত করা হবে। বিদ্যুতের উন্নয়ন প্রসঙ্গে এম এ মান্নান বলেন, উন্নয়নের আরেক রাজা বিদ্যুৎ। দেশের উন্নয়ন করতে হলে বিদ্যুতের বিকল্প নেই। ফলে সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার