স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে। কৃষি কর্মসংস্থানের বড়ক্ষেত্র, কিভাবে তা লাভজনক করা যায় তা নিয়ে আমরা কাজ করেছি। বঙ্গবন্ধুর দর্শন চিন্তা করেই আইল তুলে দিয়ে পাইলট প্রকল্পের মাধ্যমে চাষাবাদ করে সফলতা পাওয়া গেছে। বগুড়ার এই প্রকল্পের সুফল আমরা সারাদেশে ছড়িয়ে দিতে চাই।
মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার চকপাথালিয়া গ্রামে ধান কর্তনের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মন্ত্রী বলেন, সমবায় ভিত্তিক যান্ত্রিক পদ্ধতিতে কৃষি জমির আইল উঠিয়ে দিয়ে চাষাবাদের মাধ্যমে ধান কাটা হয়। যান্ত্রিক পদ্ধতিতে চাষ করলে উৎপাদন খরচ কম হবে, পাশাপাশি গুণগত মান উন্নয়ন হবে। আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারব। প্রধানমন্ত্রীর ‘আমার গ্রাম, আমার শহর’ কর্মসূচি সফল করতে সকলকে কাজ করতে হবে। এই কর্মসূচি সফল হলে দেশে দারিদ্রতা থাকবে না।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান এর সভাপতিতত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি এবং বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র মহাপরিচালক আমিনুল ইসলাম (অতিরিক্ত সচিব) এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, কৃষক প্রতিনিধি কাশেম মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিপিএম।
বিডি-প্রতিদিন/শফিক