রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দলের শৃঙ্খলা রক্ষার জন্য সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। এ দলের প্রতি জনগণের প্রত্যাশা অন্য যে কোনো দলের চেয়ে বেশি। তাই জন-আকাঙ্ক্ষা পূরণে দলে সৎ, ত্যাগী ও আর্দশবান নেতৃত্ব লাগবে।
বৃহস্পপতিবার দুপুরে দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. নুরজ্জামানের সভাপতিত্ব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ।
রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে চলেছে। জিডিপিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম। দেশের এ অর্জন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বিডি প্রতিদিন/আরাফাত