স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডায়রিয়া-কলেরা ও টিভি রোগ নিয়ন্ত্রণে আসলেও হার্ট, কিডনি ও ক্যান্সার রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। এসব রোগের বিষয়ে আমাদের সর্তক হতে হবে। ভালো খাবার খেতে হবে ও চলাফেরা করতে হবে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসাপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এছাড়াও মন্ত্রী আরও বলেন, প্রতিটি জেলায় ১০ বেড়ের ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে এবং প্রতিটি বিভাগীয় শহরে হার্ট, কিডনি ও ক্যান্সার রোগীদের চিকিৎসা করানো হবে।
এসময় কর্নেল মালেক মেডিকেল কলেজের অধক্ষ ডা. মো. আখতারুজ্জামান, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, লিয়াকত আলী ভান্ডারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন