সংকটের কথা স্মরণ করে পিয়াজ ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ক্রাইসিস আমাদের আছে। আল্লাহর ওয়াস্তে, ইথিক্যাল প্রফিটটা করেন, লজিক্যাল প্রফিটটা করেন। আমাদের ক্রাইসিস যাচ্ছে। এই ক্রাইসিস আমাদের সারাজীবন থাকবে না। আমাদের একটা শিক্ষা হয়েছে। এই ক্রাইসিস আমরা ফেস করবো। ইনশাল্লাহ, আমরা ওভারকামও করব।’
মঙ্গলবার রাজধানীর পল্টনে অবস্থিত হোটেল ফার্সের হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সমাজের করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটি।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুছ ছাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনশি আরও বলেন, পিয়াজের বাজার নিয়ন্ত্রণের একটাই পথ স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ভারতের ওপর নির্ভরতা কমানো। আগামী ৩ বছরে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।
বিডি-প্রতিদিন/মাহবুব