পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের শান্তির কথা ভাবেন না। তিনি সারাক্ষণ দেশের উন্নয়নের পাশাপাশি দেশের অবহেলিত, দুস্থ ও অসহায় মানুষের জন্য ভাবেন। প্রধানমন্ত্রী একটা কথা সবসময় মনে করিয়ে দেন- দেশের মানুষ অবহেলিত থাকলে অনেক ক্ষেত্রে উন্নয়ন বাধাগ্রস্থ হয়ে পড়ে। তাই শীতের প্রকোপ দেখা দেয়ার সাথে সাথে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শুরু প্রত্যন্ত অঞ্চলের অসহায় দুস্থ মানুষের জন্য শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন তারা।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজের সামনে গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি জোবায়ের আবদুল্লাহ জিন্নাহসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৪ হাজার অসহায়-দুস্থ শীতার্ত মানুষের মাঝে পর্যায় ক্রমে শীতবস্ত্র, কম্বল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সদর আসনের এমপি জাহিদ ফারুক।
বিডি প্রতিদিন/এ মজুমদার