পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আইন প্রয়োগের সময় আইনের ফাঁক-ফোকর গলিয়ে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায়। এটা শুধু এ সরকারের সময় নয়, দুর্নীতিবাজরা বৃটিশ আমল, পাকিস্তান অমলেও বেরিয়ে যেত, এখনো বেরিয়ে যায়। দুর্নীতির দায় থেকে বেরিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়, এটা বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করার জন্য আমরা আইনকানুন সংস্কার করে গতি বাড়াচ্ছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। দুর্নীতি একবারে দমন করা দুরূহ কাজ। একাজে পদে পদে বাঁধাগ্রস্থ হচ্ছি। তবে আমরা পরাজিত হই নাই। দুর্নীতি কমানো যাচ্ছে বলেই অর্থনীতিতে সাড়ে আট ভাগ প্রবৃদ্ধি অর্জন করা গেছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। দুর্নীতি দমনে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্মিত কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী ফলক উন্মোচন ও ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন।
মন্ত্রী আরও বলেন, হাওর অধ্যুষিত সুনামগঞ্জকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার এই বিষয়টি মন্ত্রীসভার বৈঠকে তোলা হবে। সরকারের এই মেয়াদের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি হবে।
তিনি বলেন, হাওরের উপর দিয়ে ১২ কিলোমিটির উড়াল সড়ক নির্মাণ করে নেত্রকোনার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। ছাতক থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেল সংযোগ স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার