বাংলার মাটিতে স্বাধীনতা-বিরোধী চক্র আর কখনই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. রাজ্জাক। তিনি বলেন, ‘যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানে তারা জাতির শত্রু। তারা হরতালের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করে, পাকবাহিনীর সাথে আঁতাত করে দেশকে ধ্বংস করতে চায়। তারা কখনও বাংলাদেশের মঙ্গল চায় না।’
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের (সিবিএমসিবি) ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তীর দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এদেশে সন্ত্রাস-জঙ্গীবাদের কোন জায়গা নেই। শেখ হাসিনা সরকার চিরতরে সেই পথ বন্ধ করতে সক্ষম হয়েছেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি অনেক অপরাধ করেছেন, অনেক দুর্নীতি করেছেন। শত শত কোটি টাকা বিদেশে পাচার করে ভোগবিলাস করছেন লন্ডনে। আপনি সেখানে বসে স্বপ্ন দেখতে পারেন, কিন্তু এই বাংলার মাটিতে আপনার জায়গা আর কোনোদিন হবে না।’
অনুষ্ঠানে অধ্যক্ষ মির্জা মানজুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, সিটি কপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) মহাসচিব ডা.এম এ আজিজ, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক