রমজানের জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুদমার। বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, নিরাপদ ও ভেজাল মুক্ত খাদ্যের জন্য বহু কর্মসূচি গ্রহণ করেছে মন্ত্রণালয়। এ জন্য জনবল বাড়ানো হচ্ছে। শুধু রমজান মাসেই নয়, সারাবছর ভেজাল মুক্ত ও নিরাপদ খাদ্য যাতে জনগণ পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।
কৃষকদের কাছ থেকে চাল কেনার ব্যাপারে সরকারি কর্মকর্তাদের যথাযথ নিয়ম মেনে চলার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। এর কোনো ব্যতয় হলে অভিযুক্তর বিরুদ্ধে চরম ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন মন্ত্রী। সরকার যে কোন মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর বলে জানান তিনি।
খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম সভায় বিশেষ অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহুম্মদ ইয়ামিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথ সভার আয়োজন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার