পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, আগামী বছরের বন্যার জন্য আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে। এ জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের ১০৬টি প্রকল্প চলমান আছে। এগুলো বাস্তবায়ন হলে দেশে নদী ভাঙ্গনের ভয়াবহতা সহনীয় হবে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার দুপুরে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের আড়িয়ালখাঁ নদীর ভাঙন পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, উপকূলীয় এলাকার নদী ভাঙনের ভয়াবহতা কমবে। বড় নদীগুলো ড্রেজিং করে পানি প্রবাহ স্বাভাবিক রাখা হবে।
পরিদর্শনকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী আড়িয়ালখাঁ নদীর ভাাঙনের কবল থেকে চন্দ্রমোহনবাসীকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার