সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন আইন সংশোধন করা হচ্ছে।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জনগণের ইচ্ছায় সরকার ক্ষমতায় এ কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির ইচ্ছায় সরকারের পতন হবে না।
বিডি প্রতিদিন/আরাফাত