আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ১২ দলীয় জোট।
জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে মোস্তফা জামাল হায়দার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত কয়েক মাস ধরে বলে আসছেন-চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি সহ ১২ দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছি।
তিনি আরও বলেন, বুধবার প্রফেসর ড. ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকেও বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। অপরদিকে সরকারের পক্ষ থেকে আবারও বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা মনে করি, সরকারের উচিত অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা।
বিবৃতিতে মোস্তফা জামাল হায়দার আরো বলেন, সরকারের উচিত জাতীয় নির্বাচনের সময়সীমা যাতে কোনোভাবেই চলতি বছরের ডিসেম্বর মাস অতিক্রম না করে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা প্রদান করা। নির্বাচন যদি নানা বাহানায় ডিসেম্বরের পরে চলে যায়, বা দীর্ঘায়িত হয়, তাহলে দেশে নানা সংকট দেখা দিতে পারে।’
বিডি-প্রতিদিন/বাজিত