যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার করা বিএনপির এখন অভ্যাসে পরিণত হয়েছে। তারা উপজেলা নির্বাচন নিয়ে প্রতিদিন মিথ্যাচার করছে। আসলে বিএনপির নেতারা কর্মীদের চাঙা রাখতেই এই মিথ্যাচার করছেন।
আজ শনিবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এ সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। বিএনপির আমলে বিভিন্ন নির্বাচন হয়েছে আমরা দেখেছি। এখনো নির্বাচন হচ্ছে।
আসাফোর সভাপতি শেখ উজ্জ্বলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।