মাদারীপুরের পদ্মা নদীতে যাত্রীবোঝাই দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রাত ৮টার দিকে পদ্মার হাজরা চ্যানেলের কাছে কাওড়াকান্দি ও মাওয়া থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। দু'টি স্পিডবোটে মোট ৩২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর দুটি স্পিডবোটের ২২ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।