জাতীয় ও আঞ্চলিক সড়কে নতুন করে সরকার কোনো টোল আদায় করবে না বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে তার নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বললেন যোগাযোগ মন্ত্রী।
বর্তমানে দেশের ৩টি সড়ক থেকে টোল আদায় করা হয়। এর বাইরে নতুন করে কোনো সড়কে টোল বসাবে না সরকার। তবে ভবিষ্যতে যদি নতুন করে কোনো সড়ক তৈরি হয় তবে সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে, বললেন তিনি।
কেবিনেটের বরাত দিয়ে সোমবার যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলো যথাযথ হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।