বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী মিসেস বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।তদন্তের স্বার্থে এখনি কিছু বলা যাচ্ছে না। তবে অচিরেই প্রতিবেদন কমিশনে জমা দেয়া হবে বলে জানিয়েছেন দুদকের উপ পরিচালক আহসান আলী।
আজ মঙ্গলবার খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী মিসেস বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে দুদকের উপ পরিচালক আহসান আলী সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, 'তাদের যে যৌথ একাউন্ট রয়েছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। একই সঙ্গে যে টাকাটি পাচার হয়েছে তা বাংলাদেশের আয়কর নথিতে গোপন করা হয়েছে।'
জিজ্ঞাসাবাদ শেষে বিলকিস আক্তার সাংবাদিকদের জানান, 'দুদক যা জানতে চেয়েছিল সেগুলো জানিয়েছি।'
প্রসঙ্গত, রমনা মডেল থানায় মানি লন্ডারিংয়ের অভিযোগে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। রমনা থানার মামলা মামলা নং-১৩। দুদকের পরিচালক নাসিম আনোয়ার মামলাটি করেন।