গোলড়া হাইওয়ে থানা পুলিশ ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় নজরুলের ইটভাটার সামনে থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র এবং গুলিসহ একটি পিকআপ (ঢাকা মেট্ট্রো ন ১৬-১৯০২) জব্দ করেছে । বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় এগুলো আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রাতে মহাসড়কের ধামরাই উপজেলার বারবারিয়া বাসস্ট্যান্ড থেকে সন্দেহভাজন একটি পিকআপ গাড়ীকে ধাওয়া করে পুলিশের টহল গাড়ি। পিকআপটি মানিকগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। গোলড়া হাইওয়ে থানা থেকে এই তথ্য জানা গেছে।
একসময় পুলিশের ধাওয়া খেয়ে বাথুলী এলাকায় নজরুলের ইটভাটার সামনে পিকআপটিকে রেখে পালিয়ে যায় এর আরোহীরা। পরে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে দু’টি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি পাইপগান, ৬ রাউন্ড শটগানের গুলি, ৪টি তাজা ককটেল এবং দুইটি ছোরা উদ্ধার করা হয়।