বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সংসদে জনগণ ও দেশের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে না, ব্যক্তিগত আক্রমণ ও চরিত্র হনন করা হচ্ছে।
আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, বর্তমান সংসদ গঠন সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী হয়নি, হয়েছে নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী। তাই সংসদে আজে-বাজে কথা হয়।
তিনি বলেন, কোনো ব্যক্তির চরিত্র নিয়ে কথা বলা সংসদের অধিকার নেই, নির্বাচন ও ভোট ছাড়া গঠিত সংসদ বলেই চরিত্র নিয়ে কথা বলতে পারে। এমন সংসদ পৃথিবীর কোথাও নাই।
মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি মো. রেজাউল কবির সিকদার রেজার সভাপতিত্বে বক্তব্য দেন সম্মিরিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ডিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীসহ নাগরিক সমাজের বিভিন্ন নেতা।