রমনার বটমূলে নতুন বছরকে বরণ করে নিলো হাজারো বাঙালি। নববর্ষকে গানে গানে বরণ করে নিতে এই বটমূলে একত্রিত হয়েছে আজ সব বাঙালি।
সোমবার সকাল ৬টা ৫ মিনিটে রাজধানীর রমনা বটমূলে ছায়ানট আয়োজন করে 'স্বদেশ ও সম্প্রীতি' বর্ষবরণ অনুষ্ঠান। রাগ আহীর ভৈরবে সরোদের মূর্ছনায় নতুন আলোকে বরণ করেন রাজরূপা চৌধুরী।
এরপর ছায়ানটের বড়দের দলীয় কণ্ঠে রবীন্দ্রনাথের 'এ কী সুগন্ধহিল্লোল বহিল/ আজি প্রভাতে'।
অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে সঙ্গত করবেন তবলায় এনামুল হক ওমর, গৌতম সরকার, স্বরূপ হোসেন, বেহালায় আলমাস আলী, বাঁশিতে মো. মনিরুজ্জামান, দোতারায় রতন কুমার রায়, মন্দিরাতে প্রদীপ কুমার রায়, ঢোলে দশরথ, কি-বোর্ডে ইফতেখার হোসেন সোহেল।