বাংলা বর্ষবরণে অংশ নিতে রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢল নেমেছে রাজধানীবাসীর । বর্ষবন্দনায় ছায়ানটের মূল অনুষ্ঠান ও চারুকলার মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে।
‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’ এই স্লোগানের মধ্যদিয়ে মঙ্গল শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
আজ সকালে চারুকলা অনুষদে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ ও রূপসী বাংলা মোড় ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলা অনুষদে এসে শেষ হয়।
সূর্য উঠার পরপরই রমনার বটমূলে ছায়ানটের মূল বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। শিল্পীরা দেশাত্মবোধক, বৈশাখ বন্দনা, গণসঙ্গীত ও আবৃতি পরিবেশন করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমের সকাল নয়টার দিকে ছায়ানটের পরিবেশনায় প্রযোজনা শুরু হয়। এতে ছায়ানটের তালিকাভুক্ত শতাধিক শিল্পী-শিক্ষার্থী অংশ নেনন। শিল্পী দর্শনার্থীদের লাল-সবুজ-সাদা ও নীল রঙের শাড়ি-পাঞ্জাবিতে রমনায় এ সময় স্বর্গীয় এক আবহ তৈরি হয়।