দেশবাসীর সুন্দর জীবন কামনা করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, 'পুরোনো বছরের সব জীর্ণতা ধুয়ে মুছে নতুন বছর শুরু হয়েছে। নতুন বছর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। সবার জীবন সুন্দর হয়ে উঠবে-এই কামনা করি।'
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গণভবনে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'যতই দিন যাচ্ছে নববর্ষ উৎসবের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই মানুষ নিরাপদে এ উৎসব পালন করুক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।'
দেশবাসীর পাশাপাশি প্রবাসে অবস্থারত বাঙালিদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এরপর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন।
আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, উপদেষ্টা এইচ টি ইমাম, মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
এছাড়া যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও উপস্থিত ছিলেন।