১২ জনকে আসামি করে যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কি হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে ৠাব। আজ মঙ্গলবার সকালে ৠাবের সহকারী কমিশনার কাজেমুর রশিদ ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মামলায় জাহিদ সিদ্দিকী তারেককে আসামি করা হয়েছে। চার্জশিটভূক্ত ১২ আসামির মধ্যে ৯ জন আটক রয়েছেন। বাকি ৩ জন পলাতক।
চার্জশিটে অভিযুক্ত অন্য ১১ আসামি হলেন- সাখাওয়াত হোসেন চঞ্চল, ফাহিমা ইসলাম লোপা, মো. জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে হাবিব, মো. সোহেল মামুন, চুন্নু মিয়া, আরিফ, ইবরাহীম খলিল, রফিকুল ইসলাম এবং শরীফুদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত, গত বছরের ২৯ জুলাই ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করেন তারই এক সময়ের সহযোগী যুবলীগের আরেক নেতা জাহিদ সিদ্দিকি তারেকসহ ভাড়াটে কিলাররা।
মামলার এজাহারভূক্ত ১১ আসামির মধ্যে পুলিশ হত্যাকারী জাহিদ সিদ্দিকি তারেকসহ ৭ জনকে আটক করে। তারেককে ফরচুন হাসপাতাল থেকে গুলশান থানায় নেওয়ার পথে তার সহযোগীরা র্যাবের গাড়ি আক্রমণ করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে উভয়পক্ষের গুলি বিনিময়ে তারেক ও তার সহযোগী শাহ আলম নিহত হন।