পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের অপহরণের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের তালিকা খতিয়ে দেখছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে আদালতে আবু বকর যে জবানবন্দি দিয়েছেন, সেই সূত্র ধরে তদন্তকাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
আজ শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির তথ্য কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আবু বকরের অপহরণ খুব সুপরিকল্পিতভাবে নিপুণতার সঙ্গে ঘটানো হয়েছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, 'এ ঘটনা সম্পর্কে যত তথ্য পাওয়া যাবে, তা তদন্ত করে দেখা হবে। যারা এই অপহরণ করেছে, কী কারণে করছে, সেসব খুঁজে বের করাই উদ্দেশ্য।'
তিনি জানান, নারায়ণগঞ্জের ভুঁইগড় এলাকায় আবু বকরের অপহরণের সময় যেসব জিনিস ব্যবহার করা হয়েছে, সেগুলোর অনুসন্ধানে কাজ চলছে। সব বিষয়ে আবু বকরের পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে।