সরকারি চাকরিজীবী দম্পতি বিশেষ করে চিকিৎসক দম্পতির পোস্টিং সংশ্লিষ্ট জেলা বা উপজেলায় করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানান বৈঠকে অংশ নেওয়া মন্ত্রিসভার এক সদস্য।
ওই মন্ত্রী জানান, যেসব দম্পতি আলাদা আলাদা জায়গায় সরকারি চাকরি করেন তাদের সমস্যাগুলো তুলে ধরে এক জায়গায় বদলির প্রসঙ্গটি বৈঠকে উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'চাকরিজীবী স্বামী-স্ত্রীর আলাদা জায়গায় থাকার বিষয়টি সংবেদনশীল। চাকরিজীবী দম্পতিকে এক জায়গায় রাখার বিষয়ে একটি নীতিমালাও রয়েছে।'
তবে এ বিষয়ে বৈঠকে উপস্থিত সচিবদের পক্ষ থেকে বলা হয়, স্বামী বা স্ত্রীকে এক জায়গায় বদলির সুযোগ তথা সংশ্লিষ্ট এলাকায় পদ শূন্য থাকতে হবে।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের বিষয়টির ওপর গুরুত্ব দিতে নির্দেশনা দেন। বিশেষ করে চিকিৎসক দম্পতিকে এক জায়গায় রাখার ব্যাপারে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
বৈঠকে মঞ্জুরিকৃত শূন্য পদ পূরণ এবং চাহিদা অনুযায়ী পদ সৃষ্টির বিষয়ে মন্ত্রণালয়গুলোকে চাহিদাপত্র তৈরির নির্দেশ দেয় মন্ত্রিসভা।
পোশাক শ্রমিকদের প্রসঙ্গে বৈঠকে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, পোশাক শ্রমিকদের বেতন বাড়লেও বাড়ি ভাড়াও বাড়ছে সমান তালে। অতিরিক্ত বেতন বাড়ি ভাড়ার পেছনে ব্যয় হয়।
প্রধানমন্ত্রী এ বিষয়টি নিয়েও সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিসভার ওই সদস্য।