আগামী বাজেট আড়াই লাখ কোটি টাকার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আমরা যখন ৫ বছর আগে দায়িত্ব নেই তখন বাজেট কম ছিল। এখন অনেক বেড়েছে। আগামী বাজেট উচ্চাভিলাষী নয়।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে রবিবার দুপুর ১২টায় সংসদীয় ও স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হবে ৭৮ হাজার কোটি টাকা এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়বে।
আগামী বাজেটে মানবসম্পদে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।