'নারায়ণগঞ্জের ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তারা আমাদের দলের লোক। আমাদের দলের কোনো লোক তাদের মারতে পারে না। এসব কাজ আমাদের শত্রু দলের লোকেরা করেছে। আমরা খতিয়ে দেখছি, কারা এগুলো করছে। খুব দ্রুত তাদের খুঁজে বের করা হবে' বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইউনাটেড ইসলামী পার্টি আয়োজিত মহানগর কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'কী আশ্চর্য ব্যাপার, বিএনপি গুপ্তহত্যার মাধ্যমে আন্দোলনের ডাক দিয়েছে। তাদের দলের কয়েকজন সিনিয়র নেতার আস্ফালনের পরই নারায়ণগঞ্জসহ দেশের সব স্থানে গুপ্তহত্যা শুরু হয়েছে।'