বিএনপি প্রথম এ দেশে গুম-খুনের বীজ রোপন করেছিল অভিযোগ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গুম-খুন শুভকর নয়। এগুলো কোনোভাবেই মেনে নেয়া যায় না। সরকারকে এ বিষয়ে আরো কঠোর হতে হবে। প্রশাসনকে জিরো টলারেন্স হয়ে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গুম-খুন নিয়ে খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, আপনার (খালেদা জিয়া) মুখে এগুলো মানায় না। এদেশে গুম-খুনের জনক জিয়া। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়া দায়মুক্তি দিয়ে আইন করেছিলেন। তিনি বলেন, বিএনপি এ দেশে গুম খুনের বিষবৃক্ষ রোপন করেছিল। আজ সেই বিষবৃক্ষ বিষফল দিচ্ছে। ডাক্তার যদি নিজেই রোগী হন তাহলে তিনি রোগের চিকিৎসা করতে পারেন না।বিএনপি গুম-খুনের জনক তাই আপনার মুখে এ বিষয়ে কোনো কথায় মানায়। সুরঞ্জিত বলেন, কোনো ভাবেই গণতন্ত্র কুলষিত হতে দেয়া যাবে না। যে কোনো ভাবে আমাদের গণতন্ত্র ও সু-শাসন প্রতিষ্ঠা করতে হবে।বিএনপি যে বিষবৃক্ষ রোপন করেছিল তা আমাদের নির্মুল করতে হবে।
খালেদা জিয়ার আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনি বলেছেন আপনি আন্দোলন করবেন, সরকারের পতন ঘটাবেন। আপনি কি আগে আন্দোলন করেন নাই? আপনি ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে আন্দোলনের নামে সহিংসতা করেছেন। কিন্তু সফল হতে পারেন না। এখনো সফল হতে পারবেন না। এসময় খালেদা জিয়াকে সহিংস আন্দোলন না করে গণতান্তিক ভাবে শান্তিপূর্ণ আন্দোলন করার পরামর্শ দেন তিনি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপি, সাম্যবাদি দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।